বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪

সৌদি আরবে প্রথমবারের মতো খুলছে মদের দোকান

 


প্রথমবারের মতো মদের দোকান খুলতে যাচ্ছে সৌদি আরব। রাজধানী রিয়াদের ওই মদের দোকান থেকে শুধুমাত্র অমুসলিম বিদেশি কূটনীতিকরা মদ কিনতে পারবেন।মদের দোকানটি রিয়াদের কূটনীতিক পাড়ায় হবে; যেখানে বিভিন্ন দেশের দূতাবাস রয়েছে।বুধবার (২৪ জানুয়ারি) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। মদের দোকান খোলার যে নথি রয়েছে সেগুলো হাতে পেয়েছে ব্রিটিশ এ বার্তাসংস্থা।প্রতিবেদন মতে, ওই দোকান থেকে মদ কিনতে হলে একটি মোবাইল অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি ক্লিয়ারেন্স কোড আসবে। প্রত্যেক মাসে নির্দিষ্ট পরিমাণ মদ কিনতে পারবেন রেজিস্ট্রেশনকারীরা।মদের দোকানটি রিয়াদের কূটনীতিক পাড়ায় হবে; যেখানে বিভিন্ন দেশের দূতাবাস রয়েছে। ওই এলাকাটিতেই দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীরা থাকেন। তবে দোকানটিতে মুসলিমদের যাওয়ার সুযোগ নেই।

 
পর্যটন ও অন্যান্য ব্যবসা খাতকে সমৃদ্ধ করতে মদের দোকান খোলার মতো সিদ্ধান্ত নিয়েছেন ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। এছাড়া এটি মোহাম্মদ বিন সালমানের ভিশন-২০৩০ এরও একটি অংশ। তার ইচ্ছা ২০৩০ সালের পর সৌদির অর্থনীতিকে তেল বাণিজ্যের প্রভাব থেকে মুক্ত করবেন।

বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে মদের দোকানটি খোলা হবে।
 
মদপানের বিরুদ্ধে সৌদি আরবে কঠোর আইন রয়েছে। কেউ যদি মদ পান করে ধরা পড়েন তাহলে তাকে কয়েকশ বেত্রাঘাত করা, সৌদি থেকে বের করে দেয়া, কারাদণ্ড দেয়া অথবা আর্থিক জরিমানা করা হয়।
 
বর্তমানে দেশটিতে যেসব অমুসলিম কূটনীতিক রয়েছেন তারা কূটনৈতিকভাবে অথবা কালোবাজার থেকে মদ কিনে থাকেন।

সম্পূর্ণ নিউজ সময়
১৮ টা ৪৪ মিনিট, ২৪ জানুয়ারি ২০২৪

মার্কিন ডলার নয়, সবচেয়ে শক্তিশালী যে দেশের মুদ্রা

বিশ্বের সবচেয়ে শক্তিশালী মুদ্রার তালিকায় প্রথম স্থানে রয়েছে কুয়েতের দিনার। চলতি বছর ফোর্বসের জরিপে প্রকাশিত ১৮০টি দেশের তালিকার বরাতে জানা গেছে এ তথ্য।

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মঈন উদ্দিন সরকার সুমন

১ মিনিটে পড়ুন

সম্প্রতি বিশ্বের ১৮০টি দেশের শক্তিশালী মুদ্রার তালিকা প্রকাশ করেছে ফোর্বস। এই তালিকার শক্তিশালী মুদ্রার শীর্ষে রয়েছে কুয়েতি দিনার। দ্বিতীয় শক্তিশালী মুদ্রার স্বীকৃতি পেয়েছে বাহরাইনি দিনার এবং তৃতীয় স্থান দখল করেছে মধ্যেপ্রাচ্যের আরেক দেশ ওমানের রিয়াল।

 
বিশ্বব্যাপী সবচেয়ে বেশি চাহিদা থাকা যুক্তরাষ্ট্রের ডলারের অবস্থান ১০ নম্বরে।
 
বর্তমানে বাংলাদেশি মুদ্রায় এক মার্কিন ডলারের দাম প্রায় ১০৯ টাকা। যদিও বাংলাদেশের খোলা বাজারে এর ক্রয়মূল্য ১২০ টাকার ওপরে। আর এক কুয়েতি দিনার সমান ৩ দশমিক ২৫ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৫৬ টাকা। 

আরও পড়ুন: শক্তিশালী ১০ মুদ্রার তালিকায় তলানিতে মার্কিন ডলার? 

এদিকে কুয়েতে বসবাসরত প্রবাসীরা এক দিনারের বিপরীতে পাচ্ছেন বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪০০ টাকা।
 
জনপ্রিয়তা ও ব্যবহারের ব্যাপকতার পার্থক্যের কারণে সব মুদ্রার মান বা শক্তি সমান হয় না। পণ্য, সেবা বা অন্যান্য মুদ্রা বিনিময়ের সময় ক্রয় ক্ষমতার ওপর নির্ভর করে একটি দেশের মুদ্রার মান বা শক্তি পরিবর্তিত হয়ে থাকে।

সৌদি আরবে প্রথমবারের মতো খুলছে মদের দোকান

  প্রথমবারের মতো মদের দোকান খুলতে যাচ্ছে সৌদি আরব। রাজধানী রিয়াদের ওই মদের দোকান থেকে শুধুমাত্র অমুসলিম বিদেশি কূটনীতিকরা মদ কিনতে পারবেন।মদ...